অপুষ্টি, চিকিৎসার অভাব ও অাতঙ্কের দিন কাটাচ্ছে পন্ডা পরিবার
কাঁথি -ত ব্লকের কুমিরদা গ্রামের জয়গোবিন্দ পণ্ডা(৬৪)গত ১২ ই মে দারিদ্র্য, অপুষ্টি, চিকিৎসার অভাব ও অাতঙ্কের পরিমণ্ডলে প্রয়াত হন।তাঁর একমাত্র পুত্র মহাদেব পণ্ডা(৪২) শারিরীক প্রতিবন্ধী, স্ত্রী গীতা পণ্ডা,পুত্রবধূ কাজল,নাতি-নাতনি সুজন,গোপাল ও লক্ষী-এই সাত জনকে নিয়ে সংসার। বৃদ্ধ ও অশক্ত শরীর নিয়ে খাটাখাটুনি করেই সংসার চলত।লকডাউনে কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছিলো। বার্ধক্য ভাতা তাঁর কপালে জোটেনি। নগদ অর্থের অভাবে চিকিৎসার সুযোগ জোটেনি। করোনা অাতঙ্কের প্রহর গুনে গুনেই প্রয়াত হলেন।তাঁর পরিবারবর্গ এখন অকূলপাথারে। সিপিঅাইএম নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, লালমোহন ভূঞ্যা,ঝাড়েশ্বর শীট প্রমুখ নেতৃবৃন্দ প্রয়াত জয়গোবিন্দ পণ্ডা র বাড়িতে গিয়ে পরিবারবর্গ কে সমবেদনা জ্ঞাপন করেন ও খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।সিপিঅাইএম নতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন শুধু খাদ্য সামগ্রী প্রদান নয়,কর্মহীন ও বিপন্ন পরিবারদের অবিলম্বে অনলাইনে নগদ অর্থ প্রদান না করলে জয়গোবিন্দ পণ্ডা র মত অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়বেন। রাজ্য সরকারের মুখ্যসচিব কে ই-মেইল বার্তা পাঠিয়ে এই হতভাগ্য পরিবার সহ সমস্ত কর্মহীন পরিবারকে মাসে ৭৫০০ টাকা অর্থ মঞ্জুরীর অাবেদন জানিয়েছেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।