গ্রামের পাতায়
“মানুষ মানুষের জন্য-*”সচেতনতা,
সাবধানতা ও মানবতার সাথে করোনা ভাইরাস ও রক্তের অভাব জনিত মৃত্যু এই দুয়ের প্রতিরোধে লক্ ডাউনে রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এগরা ২ নং ব্লকের পানি পারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষক শ্রী তরুন কুমার মাইতি সহ মোট ৩১ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রধান শিক্ষকের আবেদনে সাড়া দিয়ে রক্ত দানে এগিয়ে আসে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ২ নং ব্লকের ব্লক সভাপতি শ্রী দীনেশ কুমার প্রধান, পানি পারুল অঞ্চলের গ্রাম প্রধান শ্রীমতী রঞ্জিতা প্রধান, শিক্ষক শ্রী রজত কুমার বেরা ও অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মী বৃন্দ।
সোস্যাল ডিসস্টেনস মেনটেইন করে রক্ত সাংগ্রহ করে এগরা মহকুমার ব্লাড ব্যাংক।