মানুষের পাশে মানুষের সাথে বরিদা অঞ্চল তৃণমূল কংগ্রেস!
পূর্ব মেদিনীপুর, এগরাঃ এগরা-১ ব্লকের বরিদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও এলাকার কিছু শুভানুধ্যায়ী মানুষের সহযোগিতায় ষড়রং বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার দু’শো জন ব্যক্তির হাতে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, বিস্কুট তুলে দেওয়া হয়েছে।এই সাহায্য পেয়ে এলাকার অসহায়- দুঃস্থ মানুষরা এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন। উপস্থিত ছিলেন এগরা-১ ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ অঞ্জনা জানা, বরিদা অঞ্চল তৃণমূল সভাপতি সিদ্ধেশ্বর বেরা, দলের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক শেখ সুমন, বরিদা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শান্তনু নায়ক, বিশিষ্ট সমাজসেবী কেদার জানা, কেদার গিরি, নির্মল গিরি ও অতনু গিরি প্রমুখ। প্রধান উদ্যোক্তা কেদার জানা বলেন, “আমরা সকলে মিলে ২-৩ টি গ্রামের দুঃস্থ ব্যক্তিদের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন, বিস্কুট তুলে দিলাম। আমরা বিগত দিনে চেষ্টা করব আরও বেশ কিছু মানুষের হাতে এই সাহায্য তুলে দেওয়ার। আমরা এ দিন দু’শো জন মানুষের হাতে এই সাহায্য তুলে দিলাম। বর্তমানে কোন ভাইরাসের যে সংক্রমণ ছড়িয়েছে তা থেকে মানুষকে দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে সাবান দিয়ে কুড়ি মিনিট অন্তর হাত ধোয়ার কথাও বলা হচ্ছে, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না তাও বলি।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “মানুষ সুস্থ থাকুন ভালো থাকুন।- এই কামনা রইলো।”