মানুষের পাশে স্মার্ট পাওয়ার ইন্ডিয়া
কোভিড ১৯ রোগের সংক্রমনের ফলে সারা বাংলায় লকডাউন চলছে। লকডাউনের ফলে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। রোজগারী মানুষজন গৃহবন্দী হওয়ায় খাদ্যের অভাব দেখা দিয়েছে। সরকারীভাবে খাদ্য ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়। মানুষের হাতে অর্থ নেই। ৪০% এর বেশি মানুষ আপসেট হয়ে পড়েছেন। এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি ও জাতীয় স্তরের সেচ্ছাসেবী সংগঠন “স্মার্ট পাওয়ার ইন্ডিয়া ” দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে। কাঁথি ৩ নম্বর ব্লকের ব্লক এর ৪টি গ্রাম পঞ্চায়েত (লাউদা, ভাজাচৌলি, কুসুমপুর ও কানাই দীঘি)প্রতিটি পরিবারকে চাল ১০ কেজি, মুসুর ডাল-১ কেজি, আলু-২ কেজি, পেয়াজ-১.৫ কেজি, রান্নার তেল-১কেজি, লবন-১ কেজি, ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হলো। কাজলা জনকল্যাণ সমিতির এই কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় স্তরের সেচ্ছাসেবী সংগঠন”স্মার্ট পাওয়ার ইন্ডিয়া। ত্রাণ সামগ্রী বিতরণের কাজে উপস্থিত ছিলেন কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রী বিকাশ বেজ, মারিশদা থানার ওসি শ্রী অমিত দে, লাউদা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ জানা ও কাজলা জনকল্যাণ সমিতির প্রতিনিধি মঞ্জুশ্রী মাইতি , কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা। এই ত্রাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের খুব খুশি। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এই সময়ে দাঁড়ানোর জন্য কাজলা জনকল্যাণ সমিতি ও জাতীয় স্তরে এনজিও স্মার্ট পাওয়ার ইন্ডিয়া ” কে ধন্যবাদ জানান।