গল্প ও কবিতা

মানুষের মুখ

কবি

পথিকৃতদেব

বন্ধু আজ অসহায় মুখ পড়ো দিল খুলে … যতটুকু পারো সকলেই দাও হাত মিলে ৷ বাবা মায়ের মন্ত্রণায় গড়া এই জীবন ! মানব সেবা কল্যাণী প্রাণ সত্য সনাতন ৷ কথাদিলে তুমি ছাড়বেনা মানুষের হাত ; কান্ডারী হলে শপথ মুছে দেবে কালো রাত ! বলেছিলে সমাজ-সুজন কৃষ্ণ-সুদামা আমরা ; প্রত্যয়ী মানুষ তবে কেনো পথে দিশাহারা !? সংস্কৃতি-সুজন রাজদন্ডে কেনো হেলাফেলা !? যদি সত্যই বন্ধু তবে কেনো সিন্ধুকে তালা !? দাও তুমি অভাবী গৃহবন্দীদের আহার ; রক্ষী দাও গণতন্ত্রে জনতার স্বাধিকার ৷ মানব জন্ম অতি দুর্লভ নয় হীরে পান্না … মানুষই মুছবে করোনা যেথা যথা কান্না ৷

Related Articles

Back to top button