জেলা

MAVA নামক এক স্বেচ্ছা সেবী সংগঠনের উদ্যোগে দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিলি

পূর্ব মেদিনীপুর:– রবিবার কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে MAVA নামক এক স্বেচ্ছা সেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হলো ১৫০০ দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিলি। রবিবার এই প্রক্রিয়ার শুভারম্ভ হলো দুপুর থেকে। এই প্রক্রিয়া চলবে বেশ কয়েক দিন ধরে জানা যায় এই স্বেচ্ছা সেবী সংগঠনের পক্ষ থেকে। মাভার নোনাচক শাখার কর্নধার ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র জানান, কোলাঘাট ব্লক এলাকার দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই সংস্থার এই উদ্যোগ। সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে এই মাভা সংস্থা। তবে বর্তমানে লক ডাউনের ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে।তাই মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ। তবে আজকের এই সহায়তা দান অনুষ্ঠানে কোলাঘাটের এক বেসর কারি সিমেন্ট কোম্পনীও সহযোগিতার হাত বাড়িয়েছে। রবিবার এই প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বেসর কারি সিমেন্ট কম্পানীর আধিকারিক গনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লক বিডিও মদন মন্ডল, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, মন্টার অসিত ব্যানার্জি,

Related Articles

Back to top button