রাজ্য

মেছেদা বিজেপির গণঅবস্থান

প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর ঃ একদিকে করোনা আতঙ্ক। আবার অন্যদিকে চলছে লকডাউন। আর এই দুইয়ের আবহে গণ অবস্থান কর্মসূচি পালন করলো বিজেপি। সোমবার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির শহীদ মাতঙ্গিনী মণ্ডল- ১ এর উদ্যোগে মেছেদায় আয়োজিত হয় এই গণ অবস্থান কর্মসূচি। বিজেপির দাবি, বাঁপুর- মেছেদা খালের পূর্ণ সংস্কার করতে হবে। পাশাপাশি মেছেদা মাতঙ্গিনী গেস্ট হাউস থেকে গুলুড়িয়া পর্যন্ত খালের পূর্ণ সংস্কার অবিলম্বে করতে হবে। মির্জাপুর খালের পূর্ণ সংস্কার- সহ অবৈধ মাটি কাটা বন্ধ করা প্রয়োজন। সেইসঙ্গে থার্মাল-১ নম্বর গেট থেকে শ্রীকৃষ্ণপুর পর্যন্ত বেহাল পীচ রাস্তা সম্পূর্ণ সংস্কার করতে হবে। পাশাপাশি মেছেদার জঞ্জাল নিষ্কাশনে পর্যাপ্ত ভ্যাট নির্মাণ- সহ প্রতিনিয়ত জঞ্জাল পরিষ্কার অবিলম্বে করতে হবে। এ দিন নেতৃত্বে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নতুন নবারুণ নায়ক, তমলুক বিধানসভার অবজারভার আশীষ মন্ডল, শহীদ মাতঙ্গিনী মন্ডল-১ এর সভাপতি মধুসূদন মন্ডল, জেলা বিজেপির সহ-সভাপতি জাগরণ অধিকারী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক নারায়ণ মাইতি ও জিমুত মাইতি প্রমুখ। এ দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে কয়েক হাজার বিজেপি কর্মী ও সমর্থকেরা হাজির ছিলেন। এ দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়ক বলেন, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে মেছেদা- কোলাঘাটকে আমরা পৌরসভায় রুপান্তর করবো। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করা হচ্ছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্বজনপোষণ- সহ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠছে। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না।” তিনি আরও বলেন, “তৃণমূল নেতারা গোয়ালঘরের ছবি তুলে ক্ষতিপূরণ নিচ্ছে। কার্যত লুঠের রাজত্ব চলছে। কারণ এরা বুঝে গিয়েছে ২০২১ এর নির্বাচনে তৃণমূল ক্ষমতায় থাকবে না। তাই এরা এখন থেকে লুটপাট করছে।” একুশের নির্বাচনে তৃণমূল পশ্চিমবঙ্গে একটিও আসন পাবে না বলে নবারুণ আশাবাদী। তবে এ দিনের সভায় শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান কমালকৃষ্ণ মান্না- সহ প্রায় কয়েকশো তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগদান করেন।

Related Articles

Back to top button