জেলা

পূর্ব মেদিনীপুর পটাশপুর মংরাজ আগমনী ক্লাবের দুর্গোৎসবের শুভ সূচনা।

 

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এই দুর্গোৎসবের দিনগুলি আনন্দে আত্মহারা হয়ে মেতে থাকেন সকল আম-বাঙালি থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ। ২০২০ র পঞ্জিকা অনুসারে বুধবার ছিল মহা পঞ্চমী,আর পঞ্চমীর মহা পুণ্য লগ্নে দূর্গামন্ডপের শুভ উদ্বোধন করতে তৎপর প্রশাসনিক আধিকারিকেরা,

পাশাপাশি হাইকোর্টের নির্দেশ অনুসারে বিভিন্ন গাইডলাইন খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকেরা, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের মংরাজ আগমনী ক্লাবের উদ্যোগে প্রথম বর্ষের সার্বজনীন দুর্গোৎসবের সূচনা করেন আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান অপরেশ সাঁতরা।

তবে স্বাস্থ্যবিধি মেনে সম দূরত্ব বজায় রাখার বার্তা দিলেন গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান ওমর সাঁতরা, পাশাপাশি গাইডলাইন সম্পর্কে তিনি একাধিক বার্তা দেন তাঁদের সাধারণ মানুষের মধ্যে।

এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে মহামারি ভাইরাসের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন এই বছর করোনাভাইরাস এর কারণে কার্যত নিরাশ সকল মানুষ, তবে যাই হোক যতটা সম্ভব সরকারি নির্দেশিকা মেনেই পুজো উপভোগ করতে হবে সকলকে।

Related Articles

Back to top button