পূর্ব মেদিনীপুরে ফের বিজেপিকে আটকানোর চেষ্টা।
দিলীপ ঘোষ, ভারতী ঘোষের পর এবার বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে আটকালো কোলাঘাটের বিশাল পুলিশ বাহিনী।কাঁথিতে বিজেপির কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট কে’টি,পি,পি MH41 রাস্তার উপরে তমলুকের এসডিপিও অতীন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী আটকে দিল বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও বিজেপি নেতা সুমন ব্যানার্জির গাড়ি। এই নিয়ে পুলিশ বনাম বিজেপির কর্মীদের বাকবিতন্ডা শুরু হয়। এক শ্রেনীর মানুষ মনে করছেন ২০২১ এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই শাসকদল পুলিশ বাহিনী দিয়ে বারংবার বিজেপিকে রুখে দেওয়ার চেষ্টা করছে।
রাজ্যজুড়ে তৃণমূলের দুর্নীতি ও সাম্প্রতিক ভগবানপুরে বিজেপি কর্মীরা ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিশের সামনে আক্রান্ত হওয়ার ঘটনায় আজ কাঁথিতে অ্যাডিশনাল এসপির কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল বিজেপি নেতা কর্মীদের। এখানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। ইতিমধ্যে সায়ন্তন বসু জেলায় ঢোকার মুখে কোলাঘাটে তাকে আটকে দেয় পুলিশের কর্তাব্যক্তিরা। এরপর দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বাদানুবাদ হওয়ার পর স্যামসাং বাবু অবশেষে হাওড়ার উদ্দেশ্যে রওনা হন। এদিকে বিজেপি কর্মীরা এদিন দুপুরে অ্যাডিশনাল এসপির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য জমায়েত করলে সেখানে বাধা দেয় পুলিশ। এরপর সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি লেগে যায় বিজেপি নেতাকর্মীদের। এরপর পুলিশ চারজন বিজেপি কর্মীকে আটক করলে আরও উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ইতিমধ্যে রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকারের নেতৃত্বে এই গ্রেফতারের বিরুদ্ধে ধিক্কার মিছিল বের হয়। বর্তমানে মিছিল কাঁথির অ্যাডিশনাল এসপি দপ্তরের সামনে পৌঁছানোর পর রাস্তার ওপর বসে পরে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি নেতাকর্মীরা।