পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি বন্ধ হোক – সোমেন মিত্র
রাজকুমার দাস
পরিকল্পনাহীন লক ডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। নিজের বাড়ি ফেরার জন্য পায়ে হেটে দীর্ঘপথ যাওয়ার সময় বহু শ্রমিকের রাস্তায় মৃত্যু হয়েছে।
আজ পায়ে হেঁটে রেল লাইন ধরে মধ্যপ্রদেশ যাওয়ার পথে ১৭ জন শ্রমিকের মালগাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এর পরেও শ্রমিকদের ফেরানো নিয়ে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে টাল বাহানা চলছে!!
মাত্র দুটি ট্রেন বাংলায় এসেছে। একটি আজমের থেকে অন্যটি এর্নাকুলাম থেকে। ভিন রাজ্য থেকে বাংলার শ্রমিকদের ফেরানোর জন্য রাজ্য সরকার ট্রেনের জন্য কোন প্রস্তাব পাঠিয়েছে কি ?
ভিন রাজ্য থেকে শ্রমিকদের ফেরাবার জন্য কি পরিকল্পনা করেছে রাজ্য সরকার , সেটা প্রকাশ করুক।
অন্য রাজ্যে আটকে থাকা বাংলার মানুষ এবং বাংলায় আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে ট্রেন কবে ছাড়বে সেটা স্পষ্ট করুন কেন্দ্র এবং রাজ্য সরকার। মোদী সরকার বলছে, পশ্চিমবঙ্গ সরকার তাঁদের কাছে কোন তালিকা পাঠায় নি , বাংলার সরকারের বক্তব্য কেন্দ্র ট্রেন দিচ্ছে না। মাঝখানে শুধু গরিব বলে শ্রমিকরা মারা যাচ্ছে।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজ্য সরকারকে বার বার চিঠি দিয়েছে। কংগ্রেস প্রয়োজনীয় ব্যক্তিদের রেল ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু কোন জবাব আজ পর্যন্ত আমরা পাই নি “
বলে এক প্রেস বিজ্ঞপ্তি তে জানান মাননীয় শ্রী সোমেন মিত্র।