গ্রামের পাতায়

ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি দুঃস্থ পরিবারের পাশে।

করোনা হটস্পট সাতটি জেলার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঘোষণা হওয়া মাত্রই একদিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করছেন জেলাশাসক থেকে এসপি অন্যদিকে মানুষের কষ্টের কথা মাথায় রেখে বহু সংস্থা ও রাজনৈতিক দল মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাঁরই এক নিদর্শন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের শিমুলিয়া অঞ্চলে। ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি কোভিড ১৯ করোনা মহামারীতে দুঃস্থ পরিবারের উদ্দেশ্যে ত্রান শিবির খোলেন। প্রায় দেড়হাজারও বেশি পরিবারের হাতে চাল, আলু ,বিস্কুট,সহ আরও অন্যান্য সামগ্রীর প্যাকেজ উপস্থিত মানুষের হাতে তুলে দেন। উপস্থিত মানুষদের গরমে অসুবিধা যাতে না হয় সে ক্ষেত্রে প্যান্ডেলেরও ব্যবস্থা করেন এবং সামাজিক দূরত্ব বজায়ের ক্ষেত্রে গোল গোল রেখাও করে দেন। শিমুলিয়া অঞ্চলের বহু মানুষ উপস্থিত হয়ে বিধায়কের হাত থেকে অনুদান নিয়ে যান। বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি বলেন মহামারীতে বহুমানুষ সংক্রমিত হচ্ছে সেকারনে এই এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় যাতে কেউ সংক্রমিত না হয় সকলকে গৃহবন্দী থাকার পরামর্শ দেন। এবং লকডাউন চলতে থাকলে আগামীদিনেও তিনি এভাবে মানুষের পাশে থাকবেন।

Related Articles

Back to top button