রাজ্য

মোবাইলে বা ই-মেইল বার্তা পাঠিয়ে গ্রাহকদের কাছ থেকে অাদায় করে চলেছেন বিল, রাজ্যজুড়ে

পঃ বঃ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিঃ বাড়ী বাড়ী মিটার রিডিং না নিয়েই বিগত বছরের এই সময়কার বিলের সমপরিমান বিল বর্তমানে মোবাইলে বা ই-মেইল বার্তা পাঠিয়ে গ্রাহকদের কাছ থেকে অাদায় করে চলেছেন রাজ্যজুড়ে। বর্তমানে প্রত্যেকের বাড়ীতে বিদ্যুত মিটার ঘরের বাহিরে রয়েছে। স্বাস্থ্য কর্মী, পৌরকর্মী ও অন্যান্য অত্যাবশকীয় পরিষেবা র সাথে যুক্ত কর্মী দের প্রয়োজনীয় কাজকর্ম বাহিরেই করে চলেছেন। তাহলে বিদ্যুৎ কর্মী দের মাসে মাসে মিটার রিডিং নিতে অসুবিধা কোথায়? বিগত বছরের মে মাসে গরমে এসি সহ দোকান পাট,কারখানা, মাছের উৎপাদন সবই স্বাভাবিকভাবে চালু ছিল। তখন বিল বেশী হত।এখন লকডাউন জনিত কারণে বিদ্যুৎ ব্যবহার খুবই কম।তাহলে মিটার রিডিং না নিয়েই বেশী বিল পাঠানো হচ্ছে। গৃহবন্দী ও কর্মহীন মানুষজন কে বিল মকুব করা তো দূরের কথা -বিদ্যুত দপ্তরের তুঘলকিপনায় মাগ্গিগণ্ডার বাজারে অর্থহীন মানুষদের বেশি বিল দিতে হচ্ছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী কে ই-মেইল বার্তা পাঠিয়ে বিদ্যুৎ বিল মকুব বা মাসে মাসে মিটার রিডিং নিয়ে মাসের বিল মাসে পাঠানোর দাবী জানিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

Related Articles

Back to top button