রাজ্য

মোমবাতি জ্বালিয়ে শহীদ স্মরণে শ্রদ্ধানজ্বলী ও নৃশংস হত্যার প্রতিবাদে সমাজসেবী কাঞ্চন কাজী ও বর্ধমানের মানুষ

লিখছেন রাষ্ট্রপতির আশীর্বাদ ধন্য স্বপন দত্ত বাউল –

-ভারতমাতার বীর সন্তান দেশ রক্ষার সোনিক দের নিষ্ঠুর ভাবে তার কাঁটার অস্ত্র দিয়ে ও পাথর দিয়ে আঘাত করে 20 জন ভারতীয় সৈনিক কে দুর্বৃত্ত চীনা সৈনিক পিশাচ সেজে হত্যা করলো যা ভারত বাসী কখনো কল্পনাই করতে পারে নি ,এমন ভাবে দেশের কুড়ি জন বীর সৈনিক কে প্রাণ হারাতে হবে ভারত চীন সীমান্তে । এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে ভারতবাসী ঘরে ঘরে শোকের ছায়া নেমে এসেছে । বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী সাহেব যিনি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। কাঞ্চন কাজী সাহেবের গোদা পূর্ব বর্ধমান বাসস্থান এলাকায় তার পরিচালনায় বীর সন্তানদের শহীদ হওয়ায় মর্মাহত বর্ধমানের গোদা এলাকার মানুষ মোমবাতি জ্বালিয়ে মিছিল করে সকলেই শ্রদ্ধা জানালেন গতকাল। যারা দেশের জন্য আত্মবলিদান দিলো তাদের নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে চীনের বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করলো। জল ভরা চোখে নারী পুরুষ সকলেই বীর শহীদ দের প্রনাম জানায়। এবং চীনের শাস্তির দাবি জানায় দেশের সরকারের কাছে । কাঞ্চন কাজী সাহেব সুন্দর শিল্প সংস্কৃতি গড়ার লক্ষ্যে বর্ধমানের মানুষের আপদে বিপদে পাশে বন্ধু হয়ে দাঁড়িয়ে প্রমান রাখেন সবসময় যে তিনি রাজনীতির লোক হয়ে শুধু রাজনীতির মধ্যে ডুবে নাথেকে মানুষের দুক্ষ কষ্ট ঘুচিয়ে সুখ সুবিধা পাওয়ার ব্যাবস্থা করার সবসময় চেষ্টা করেন যা দেখে অনেকেই অবাক হন সাদা মাঠা এই মানুষটিকে দেখে। লকডাউনে সবসময় দুঃখী মানুষকে খাদ্য দ্রব্য দিয়ে খাবার দিয়ে ক্ষুধার্ত মানুষদের খেতে দিয়েছেন। ইফতার খাদ্য সামগ্রী দেওয়া ও পবিত্র ঈদে বস্ত্র দেওয়া এমন নানাকাজে কাঞ্চন কাজী সাহেব সবসময় এগিয়ে । অসুস্থ মানুষের পাশেও তিনি আছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শে অনুপ্রাণিত সমাজসেবী জনদরদী নেতৃত্ব মানুষের বন্ধু কাঞ্চন কাজী সাহেব দেশ রক্ষার কাজে নিযুক্ত বীর সন্তান যারা নিষ্ঠুর পিশাচ চীনা সৈনিকদের হাতে প্রাণ হারালো সেই সব অমর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো ,পূর্ব বর্ধমানের গোদা এলাকাবাসী দের নিয়ে পথে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে এবং চীনের বিরুদ্ধে শাস্তির প্রতিবাদে গর্জে উঠলো বর্ধমানের জনগণ । কাঞ্চন কাজী সাহেব বলেন পরাধীন ভারতে দেশ স্বাধীন করার জন্য কত বীর শহীদ হয়ে রক্তে সাগর ভাসিয়ে দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল । দেশ স্বাধীন হওয়ার পর আজও নিজের দেশকে রক্ষা করার জন্য কত বীর শহীদদের আত্ম বলি দান কত মায়ের কোল শুন্য হয়ে যাওয়া বার বার আমাদের কাঁদায় । এই পৃথিবীতে আমরা কে কদিন আছি কেন ? আমরা হিংসা বিদ্বেষ হানাহানি খুনোখুনি ভুলতে পারি না । কেন ? আমার আমার বলে লড়াই করি একটা সুন্দর পৃথিবী গড়তে পারি না । সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা যতই চেষ্টা করি না কেন কিছু দুর্বৃত্ত দেশ কিছু হিংসুটে দেশ তারা সবসময় পৃথিবীর শান্তি নষ্ট করে যুদ্ধ বাঁধায় পৃথিবীতে শান্তি সম্প্রতি রক্ষা কে নষ্ট করে অশান্তির আগুন জ্বালিয়ে দেয় । তিনি পৃথিবীর সকল দেশের উদ্দেশ্য বলেন হে পৃথিবীর মানুষ আমরা কি ? একসাথে হাতে হাত মিলিয়ে অশান্তি মুক্ত এক সুন্দর শান্তির পৃথিবী গড়তে পারি না। সকলে শান্তি রক্ষা করার চেষ্টা করুন। কাঞ্চন কাজী সাহেব তার মূল্যবান বক্তব্যে শান্তি সম্প্রতির বার্তায় মানুষের মনের ঘরে একটা সুন্দর জায়গা করে নেন ।সকলেই কাঞ্চন কাজী সাহেবের সুষ্ঠ সংস্কৃতি গড়ার লক্ষ্যে তার উৎসাহ ও অসহায় মানুষের পাশে দাড়ানোকে সাধুবাদ জানায়।।

Related Articles

Back to top button