রাজ্য

মায়ের দুধের কোনো বিকল্প নেই । শিশুদের রক্ষা করতে আধুনিক মায়েদের উদ্দেশ্যে স্বপন দত্তর বাউলগানে সচেতন

মায়ের দুধের কোনো বিকল্প নেই সকলেই জানেন । তবুও অনেক আধুনিক মায়েরাই শিশু সন্তান দের ঠিকমত ভাবে শিশুর চাহিদামত মায়ের দুধ খেতে দেন না । তারা বাজার থেকে বিভিন্ন কোম্পানি কৌটোর দুধ কিনে বা দুধের প্যাকেট কিনে শিশুদের খাওয়ান । আবার সকলেই গরুর ও মহিষের দুধ খাওয়ান । একটা প্রবাদ আছে ঝগড়ার সময় অনেকেই বলে আয় লড়বি আয় তোর মায়ের দুধের জোর কত আছে দেখি । আবার বিরাট বিপদ থেকে কেউ বেঁচে ফিরে এলে মানুষ বলে দেখলে মায়ের দুধের জোড় আছে গো এত বড় বিপদেও বেঁচে ফিরে এলো । সুতরাং যে সন্তান মায়ের দুধ খেয়ে বড় হয়েছে সেই সন্তানের সকল রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি । আর আমরা গরু মহিষ এই সব গৃহ পালিত পশুর দুধ খাওয়াই শিশুদের এটা নিয়ে অনেক বিশেষজ্ঞ রাই বলেন এটা ঠিক নয় গরুর দুধ খাবে গরুর বাচছা মহিষের দুধ খাবে মহিষের বাচছা ছাগলের দুধ খাবে ছাগলের বাচছা , এটাই তো স্বাভাবিক কিন্তূ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মানুষের দুধ মানুষ শিশুদের না খাইয়ে তারা পশুর দুধ খাইয়ে বড় করছে ।

তবে অনেক মায়ের অসুস্থতার জন্য সেই মা অনেক সময় তার শিশু সন্তানকে নিজের অর্থাৎ মায়ের দুধ খাওয়াতে অক্ষম হন ।সে ক্ষেত্রে বাধ্য হয়ে অনেক মাকেই পশুর ও কৌটোর দুধ খাওয়ানোর জন্য ব্যাবস্থা করতেই হয়। এখুন যে শিশু মায়ের দুধ খেতে না পেয়ে পশুর দুধ খেয়ে বড় হছছে তাদের রোগ প্রতিরোধে করার ক্ষমতা অনেক অনেক কম মায়ের দুধের থেকে । অনেক আধুনিক মায়েরাই তাদের দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে তারা তাদের শিশুদের মায়ের দুধ খেতে দেয় না এরকম উদাহরণ অনেক আছে । আর কৌটোর দুধ ও পশু গরুর দুধ শিশুদের অধিকাংশ মায়েরাই খাওয়ান । কিন্তূ দেখা গেছে পশুর দুধে পশুর নিজস্ব স্বতা আছে সেটা পশুর নিজের বাচছা ক্ষেত্রে ঠিক আছে কিন্তূ সেই দুধে মানুষের শিশু সন্তানের শরীরে পুষ্টি মায়ের দুধের মত কখনোই ঠিক ভাবে হয় না। আর বাজার থেকে কৌটো নানা কোম্পানির দুধ কিনে খাওয়ালে সে দুধে কোনো উপকারী হয় না শিশুর উপকার যেটা মাতৃ দুধের থেকে হয় ।

আধুনিক যুগের মানুষ আজও এই পশুর দুধ ও বাজারের কৌটোর দুধ শিশুদের খাওয়ালে যে মাতৃ দুধের অভাব মিটবে না সেটা বুঝেও বোঝেন না । মায়ের দুধের মধ্যে এমন শক্তি আছে এমন প্রোটিন এমন ভিটামিন আছে যা অন্য কোনো দুধে নেই তাই যে সমস্ত শিশুরা মায়ের দুধ খেয়ে বড় হয় তারা গায়ের জোড় ও শক্তি পায় এবং নানারকম রোগ প্রতিরোধে করার ক্ষমতাও তাদের মধ্যে থাকে যেটা পশুর দুধ ও বাজারের নানা রকম কোম্পানির কৌটোর দুধে থাকে না । পূর্ব বর্ধমানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী স্বপন দত্ত বাউল নিজেই গান লিখে সুর করে গানে গানে ও তার মূল্যবান বক্তব্যে পথে পথে ঘুড়ে বার্তা দীছছেন আধুনিক মায়েদের উদ্দেশ্যে যে সকল মা যেন তাদের শিশু সন্তান কে মায়ের দুধ খাওয়া থেকে কেউ বঞ্চিত করবেন না । কারণ আধুনিক মায়েরা নিজেদের দেহের সৌন্দর্য কে ধরে রাখার জন্য আপনার শিশু সন্তান কে মায়ের দুধ খেতে না দিয়ে তার জীবনের ক্ষতি ডেকে আনবেন না । কারণ শিশুদের কাছে খাদ্য হিসাবে মায়ের দুধ উপযুক্ত আহার ।। গানে গানে বলছেন যে মায়ের দুধের কোনো বিকল্প নেই রে। যে শিশু মায়ের দুধ খেয়ে বড় হয়েছে , তার শক্তি অনেক বেশি রোগ প্রতিরোধের ক্ষমতা আছে রে। মায়ের দুধের কোনো বিকল্প নেই রে।।

Related Articles

Back to top button