কলকাতা
সাংসদ মালা রায়ের উদ্যোগে শিশুদের ড্রাই ফুড বিতরণ
রাজকুমার দাস
দঃ কলকাতার সাংসদ মালা রায় ও “মনজিনিস”-এর সহায়তায় বি পি এল তালিকা ভুক্ত প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষের পাশাপাশি তাঁদের শিশুদের হাতে কেক বিস্কুট চিপস প্রমুখ ড্রাই ফুড তুলে দেওয়া হয়।লকডাউনে বাজারে শিশুদের মুখে হাসি ফিরিয়ে দিতে মনজিনিস এর সাথে এম পি মালা রায়ের এই ক্ষুদ্র প্রয়াস ।আগামী দিনে এই কর্মসূচি আরও হবে বলে জানান শ্রীমতী মালা রায়।তিনি আরও বলেন শুধু বি পি এল নয় সাধারণ মানুষের পাশে ও তিনি আছেন এবং থাকবেন।আর শিশুরা তো আমাদের ভবিষ্যত।তাই মানুষের সেবা আমাদের এই পরিস্থিতিতে চালিয়ে যেতে হবে আরও দ্রুততার সাথে।