জেলা
প্রসুতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর
এক প্রসুতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এলাকায়। ভগবানপুর ২ ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গৃহবধূ শিপ্রা দাস।
গতকাল রাতে ভর্তি হয়েছিলেন মৌমিতা নার্সিংহোমে। চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর।
অভিযোগ পরিবারের। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেছে বাড়ির লোকজন। ঘটনাস্থলে পৌঁচেছে ভূপতিনগর থানার পুলিশ।
তবে, বেঁচে রয়েছে নবজাতক শিশুটি। চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।