মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরালেন প্রশাসন।
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর ঃ লকডাউনের জেরে আটকে পড়েছিল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিক।শনিবার পূর্ব মেদিনীপুর জেলা ও রামনগর-১ ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে দিঘা ও রামনগর থেকে সরকারি বাসে করে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়।রামনগর-১ এর বিডিও বিষ্ণুপদ রায় বলেন, “বাসে ওঠার আগে প্রশাসনের তরফে প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং করা হয়। তাঁদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়।পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে।” তিনি আরও বলেন, “মুর্শিদাবাদের লালগোলা, ধুলিয়ান, লালবাগ থেকে আসা পূর্ব মেদিনীপুরের রামনগর-১ ব্লক এলাকায় লকডাউনের জেরে আটকে পড়েছিল মোট ২৮২ জন পরিযায়ী শ্রমিক। এ দিন প্রশাসনের তরফে তাঁদের নিয়ে ৮ টি সরকারি বাস মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে আরও যাঁরা ভিন জেলার পরিযায়ী শ্রমিক রামনগরে আটকে পড়েছেন, তাঁদের আগামী বুধবারের মধ্যে আমরা বাড়ি ফেরানোর ব্যবস্থা করে দেব।” তবে শেখ আকতার ও আনসারুল্লাহ খান নামের পরিযায়ী শ্রমিকেরা জানান, লকডাউনের জেরে আমরা কাজ হারিয়ে অর্থনৈতিক ভাবে খুবই বিপন্ন হয়ে রয়েছিলাম। তবে আমরা ভাবতেই পারিনি যে, বাড়ি ফিরতে পারবো।কিন্তু প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।