বদলি করা হল মুর্শিদাবাদের পুলিশ সুপার অজিত সিং যাদবকে
বহরমপুর, 17 এপ্রিল : বদলি করা হল মুর্শিদাবাদের পুলিশ সুপার অজিত সিং যাদবকে ৷ তাঁর জায়গায় দায়িত্ব নেবেন শবরী রাজকুমার ৷ তবেই জেলা পুলিশ সুপার শ্রী অজিত সিং যাদব তিনি একজন প্রকৃত সৎ, সাহসী পুলিশ অফিসার ছাড়াও, একজন প্রকৃত মানুষ। দেশ জুড়ে এই সময় করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। চলছে লকডাউন, বন্ধ স্কুল, কলেজ । সরকারিভাবে শুরু হয় সামাজিক দূরত্ব বজায় রাখার সচেতনতা। তারমধ্যেই কারোনা ভাইরাসের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার রাতদিন মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন।একদিকে গ্রীষ্মকালে রক্তের চাহিদা থাকে, আবার রক্তের সংকটও দেখা যায়। তাছাড়া মানুষ এখন ঘর বন্দী। রুগীদের রক্তের প্রয়োজনে মানুষ যাবে কোথায়? কোথায় পাবে রক্ত? সেই উদ্দেশ্যে নিয়ে মুর্শিদাবাদজেলা পুলিশ সুপার মুর্শিদাবাদের প্রত্যেকটা থানায় থানায় রক্তদান শিবিরের আয়োজন করে চলেছেন।স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন ছোট, বড়ো পুলিশ অফিসার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারস সহ সকল জনসাধারণ। ইতিমধ্যেই রক্তদানের শিবির হয়েছে খরগ্রাম, দৌলতাবাদ, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, শক্তিপুর সহ জেলার একাধিক থানায়। এছাড়া মুর্শিদাবাদের বিভিন্ন থানায় সামাজিক দ্রুত নিশ্চিত করতে মার্কেট স্থানান্তর করা হয় মুদি দোকান থেকে সবজি, রেশন ইত্যাদি।এদিকেই আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে । সূত্রের খবর, ডোমকলে খাবারের দাবিতে বিক্ষোভের জেরে অজিত সিং যাদবকে সরানো হয়েছে । তাঁকে পাঠানো হয়েছে CISF -এর SP পদে ।