জেলা
সোনারপুরের ঘাসিয়াড়ায় এটিএম লুঠের চেষ্টা রুখল পুলিশ।
পার্থ কুশারী : —–সোনারপুরের ঘাসিয়াড়ায় এটিএম লুঠের চেষ্টা রুখল পুলিশ। ঘাসিয়াড়ায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্কের ভল্ট ভেঙে লুঠের চেষ্টা করে। কন্ট্রোল রুম থেকে এটিএম ভাঙার ম্যাসেজ পায় সোনারপুর থানার পুলিশ। শেয়ার করা হয় লোকেশান। লোকেশান ট্রেস করে ঘাসিয়াড়া এলাকায় পুলিশের তৎপরতায় এটিএম লুঠ আটকানো সম্ভব হয়। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুষ্কৃতিরা।