আপনিও সাংবাদিক

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চক্ষু পরীক্ষা শিবির ও মূর্তি উন্মোচণ।

করোনা সংক্রমনের জেরে স্তব্ধ মেলা থেকে শুরু করে নানান আনুষ্ঠানিক পর্ব, এমনকি দুর্গাপুজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রায়ই লেগে থাকত নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বা মঞ্চ উপস্থাপনা। যা করোনা সংক্রমনের জেরে বহু দুর্গোৎসব কমিটি বন্ধ করতে বাধ্য।

সেই সুবাধে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের বালিডাংরী ত্রিবেনী সংঘের উদ্দ্যোগে ও বালিডাংরী সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্দ্যোগে বিনামুল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল বুধবার বালিডাংরী প্রাথমিক বিদ‍্যালয়ে।চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি বালিডাংরী প্রাথমিক বিদ‍্যালয়ে বিবেকানন্দ,বিদ‍্যাসাগর,ও রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মুর্তির উন্মোচন করা হয়।

উন্মোচন করেন স্বামী ইষ্টানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি ননীগোপাল আদক, ডঃ সুকুমার মাইতি ,পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র সহ বিশিষ্ট অতিথি জনেরা।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশে দাঁড়িয়েছেন পাঁশকুড়া পৌরসভাবাসি। বহু মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হয়, তবে করোনা আবহে সোশ্যাল দূরত্ব বজায় রেখেই এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

Related Articles

Back to top button