জেলা

রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে বিজেপির ব্যাপক ভাঙ্গন!

রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে বিজেপির ব্যাপক ভাঙ্গন! পাঁচটি অঞ্চলে দায়িত্বে থাকা বিজেপি যুব মোর্চার নেতা সদলবলে যোগদান করলেন তৃণমূলে

আজ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার হাঁসখালি ব্লকের মামজোয়ান পঞ্চায়েতের রঞ্জন বিশ্বাস যিনি এতদিন পাঁচটি অঞ্চলে দায়িত্বে থাকা বিজেপি যুব মোর্চার সক্রিয় নেতৃত্ব প্রায় 300 জন বিজেপি সদস্য সমর্থক নিয়ে যোগদান করলেনতৃণমূলে।

এবাদেও প্রায় 200 সিপিএম কর্মী-সমর্থক বৃন্দ বিধায়ক সমীর কুমার পোদ্দার মহাশয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

বিধায়ক জানান এখনো পর্যন্ত বহু বিজেপি সমর্থক দলে আসতে চাইছে, আমরা তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে আগামীতে নিশ্চয়ই যোগদান করাবো।

Related Articles

Back to top button