জেলা

নবদ্বীপে ছেলের মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী বাবা



ছেলের মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী বাবা। শুক্রবার সকালে নবদ্বীপ থানার পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম দিলীপ মালাকার।বয়স৫৮। বাড়ি নবদ্বীপ থানার মাজদিয়া ইস্কুল পাড়ায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ওই ব্যক্তির তিন ছেলে। বড় ছেলে ভিনদেশে কাজ করতো। কিছুদিন আগে বাড়িতে আসার পর কোন কাজ কর্ম নেই এবং ভীষণভাবে অবসাদে ঢুকছিল কর্মহীন হয়ে পড়ায় সংসারে অভাব ছিল। বৃহস্পতিবার রাতে কীটনাশক খায় বড় ছেলে দীপঙ্কর। বাড়ির লোকেরা দ্রুত শক্তি নগর হাসপাতালে নিয়ে যায়। রাতেই বড় ছেলে দীপঙ্কর মারা যায়। এই খবর বাড়িতে পৌঁছানোর পর এদিন ভোরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাবা দিলীপ মালাকার। পুলিশ সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং দেহটি ময়নাতদন্ত হয় শক্তিনগর হাসপাতালে। বাবা দিলীপ মালাকার ও ছেলে দীপঙ্কর মালাকার দুইজনার মৃতদেহটি ময়নাতদন্ত শক্তিনগর হবার পর নবদ্বীপ শ্মশানে সৎকার হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Related Articles

Back to top button