রাজ্য
নবান্নে সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায।
রাজ্যে করনাতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। স্বীকার করলেন নবান্নে সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায। তিনি জানান এখন থেকে প্রতি সপ্তাহে দুদিন করে পুরোপুরি লক ডাউন হবে । চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার গোটা রাজ্যে লকডাউন। আগামী সপ্তাহে বুধবার হবে লক ডাউন । নবান্ন থেকে ঘোষণা করলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
সম্পূর্ণ ভাবে লকসাউন করা হবে বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ রাজ্য লোকডাউন করা হবে। আগামী বুধবার আবার লক ডাউন করা হবে। তাই আগস্ট মাসে রেগুলার বৈঠক হবে। আপাতত 29 তারিখ জুলাই পর্যন্ত এটা বলবৎ হবে।87 থেকে 88% মানুষ জারা উপসর্গ হিন আছেন তাদের কে হোম কোয়ারান্টিন থাকতে হবে। হেল্পলাইন নম্বর 60টি নম্বর যুক্ত থাকবে। 1800313444222/03323412600