জেলা
নবদ্বীপ শহরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মহিলার
শ্যামল রায়, নবদ্বীপ:অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মহিলার। শুক্রবার নবদ্বীপ থানা সূত্রে জানা গিয়েছে যে মৃত মহিলার নাম সংগীতা গোস্বামী।বয়স-৪৪বছর। বাড়ি নবদ্বীপ শহরের ব্রজধাম পাড়ায়। এদিন দুপুরে শক্তিনগর হাসপাতাল এ মৃতদেহটি ময়নাতদন্ত হয়।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে মৃত মহিলা নিঃসন্তান ছিলেন। বাড়িতে স্বামী এবং মহিলা আসনে তিনজন থাকতেন। পারিবারিক অশান্তির জেরে শুক্রবার গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয় মহিলা। দ্রুত পরিবারের লোকজন নবদ্দীপ জেনারেল হাসপাতাল এবং রাতেই শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভালুকার আগে মহিলার মৃত্যু হয়। দ্রুত হাসপাতালে ফিরিয়ে আনা হয় এবং ময়নাতদন্ত হয় মৃতদেহটি। মৃত মহিলার বোন মনিকা চক্রবর্তী জানিয়েছেন যে দিদি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিল মানসিক অবসাদের কারণে এদিন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দিদির।