রাজ্য
নবদ্বীপে সাপের ছোবলে মৃত্যু হল মহিলার
নবদ্বীপে সাপের ছোবলে মৃত্যু হল মহিলার
শ্যামল রায় নবদ্বীপ
সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক মহিলার। শনিবার নবদ্বীপ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম মালতি বসু।বয়স৫৫। বাড়ি নবদ্বীপ থানার কালিনগর কপালি পাড়ায়। এদিন মৃত মহিলার প্রতিবেশী বিকাশ দফাদার জানিয়েছেন যে গতকাল রাত্রে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে মুদিখানার দোকানে যাচ্ছিল। আচমকা একটি বিষধর সাপ ওই মহিলার পায়ে ছোবল মারে। দ্রুত পরিবারের লোকজন ওই মহিলাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জানা গিয়েছে চিকিৎসা শুরুর আগেই ওই মহিলার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছে। শনিবার মহিলার মৃতদেহ শক্তিনগর হাসপাতালে ময়নাতদন্ত হয়।