জেলা

নদীয়া জেলার গয়েশপুর পৌর এলাকায় অসামাজিক কাজ বেড়ে যাওয়ায় বামপন্থী মহিলা সংগঠনের মিছিল


শ্যামল রায়়’ নদীয়া:নদীয়া জেলার ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মী-সমর্থকরা এলাকার অসামাজিক কাজের বিরুদ্ধে মিছিল করল। সোমবার সাতসকালে গয়েশপুর এলাকার বিভিন্ন জায়গা ঘুরে প্রতিবাদে সরব হন ভারতের ছাত্র ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মী সমর্থক এবং ছাত্রীরা। এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন ভারতের ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদিকা মৌপিয়া সাহা সহ অনেকে  উপস্থিত ছিলেন। মৌপিয়া  সাহার  অভিযোগ যে দীর্ঘদিন ধরে এলাকায় মহিলাদের উপরে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করে আসছিলেন কিছু দুষ্কৃতী। এছাড়াও এই এলাকায় ইতিমধ্যে মদ-জুয়া কারবারীদের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে তারই প্রতিবাদে সরব হয়েছি আমরা। এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারেন এবং অসামাজিক কার্যকলাপ লোপ পায় তার জন্য পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। দিনের-পর-দিন এলাকায় অসামাজিক কাজ বেড়ে যাওয়ায় এলাকার মানুষ বিভিন্ন সময়ে নানান ধরনের ক্ষোভে ফুঁসছেন।

Related Articles

Back to top button