রাজ্য

নদীয়ার কল্যাণীতে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা


শ্যামল রায় ,নদীয়া:শুক্রবার নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হল কল্যাণী শহরের ঋত্বিক সদনে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী তথা নদীয়া জেলার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা এবং জনপ্রতিনিধি।এবং নদীয়া জেলার সম্পাদক শংকর সিংহ।রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন কার বর্ধিত সভায় জেলায় তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী এবং চাঙ্গা করার জন্য সরকারি প্রকল্পের পাশাপাশি নিজেদের চরিত্র উজ্জ্বল করতে হবে এবং মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে।সরকারের একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কিনা খোঁজ খবর নিয়ে তাদের পাশে থাকতে হবে। পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় আরও জানিয়ে দিয়েছেন যে কোনো রকম অন্যায় বরদাস্ত করবে না দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এই ধরনের সবার গুরুত্ব যথেষ্ট রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনে ঘটেছে তার কয়েকগুণ বেশি ভোট পেয়ে পরাজিত করতে হবে বিরোধী প্রার্থীদের। পাশাপাশি কেন্দ্র সরকারের কাজকর্মের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজিব বাবু এবং কেন্দ্রের জনপ্রতিনিধির কথা ও সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। শংকর সিং জানিয়ে দিয়েছেন যে নদীয়া জেলার তৃণমূল শক্তিশালী এবং বিরোধীরা শূন্য হাতেই ফিরে যাবে আগামী নির্বাচন গুলিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button