জেলা

নদীয়া জেলার শিমুরালি রেলগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের


শ্যামল রায়, নদীয়া:লকডাউন চলতে থাকায় অনেকেই মনে করছেন ট্রেন পথের ট্রেন আর চলবেনা। মাঝে মধ্যে অনেকেই ট্রেন পথে বসে হইলো রাড্ডা মারতে দেখা গিয়েছে।
বৃহস্পতিবার শিমুরালি রেলগেটে এক যুবক কানে হেডফোন দিয়ে জমিয়ে গান শুনছিল।
অতর্কিত একটি মালবাহী ট্রেন ওই রেলপথ দিয়ে পার হচ্ছিল তখন যুবকটি আওয়াজ শুনতে পায়নি সঙ্গে সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম অতনু হালদার বাড়ি চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদেহটি এদিন কল্যাণী হাসপাতালে ময়নাতদন্ত হয়।

Related Articles

Back to top button