জেলা
নদীয়ার ধনতলা থানা এলাকায় চোরা বাইক সমেত তিন দুষ্কৃতী গ্রেফতার
শ্যামল রায়, নদীয়া:শুক্রবার নদীয়া জেলার ধানতলা থানার পুলিশ চোরাই বাইক সমেত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয় আরংঘাটা থেকে।
পুলিশ জানিয়েছেন ধৃতদের নাম অসীম বিশ্বাস বিবেক বিশ্বাস ও হিমাদ্রি রায়।দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে এলাকায় নামিদামি মোটর বাইক চুরি হয়ে যাচ্ছে। পুলিশ খোঁজখবর তদন্ত শুরু করে প্রকৃত অপরাধীদের ধরতে পারেনি। কিন্তু থেমে থাকেনি ধানতলা থানার পুলিশ। অভিযান চালাতে চালাতে শুক্রবার আরংঘাটা থেকে চোরাই বাইক সমেত তিন দুষ্কৃতীকে ধরে ফেলে। প্রথমে জিজ্ঞাসাবাদ পরে গ্রেপ্তার করে রানাঘাট মহকুমা আদালতে পাঠালে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেয়। এর আগে যতসব বাইক চুরি হয়েছে সে সম্পর্কেও পুলিশ জেনে নিয়েছে দুষ্কৃতীর কাছ থেকে পুলিশ জানিয়েছে চোরাই বাইক উদ্ধারের চেষ্টা করছি।