নদীয়া জেলার কৃষ্ণনগরে ৫০ জন ছাত্র যোগদান করলেন তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তুলে দিলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
রাজ্যের অন্যতম কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৫০ জন ছাত্রের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। শনিবার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের ভাত জাংলা আঞ্চলিক কার্যালয়ে কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বিভিন্ন সংগঠনের থেকে আসা ৫০ জন ছাত্রের হাতে পতাকা তুলে দিয়ে বলেন যে এই সমস্ত ছাত্র আগামী দিন দেশ গঠনে ভর্তি হবেন তাই ছাত্র রাজনীতির গুরুত্ব অপরিসীম। তিনি আরো জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন বিশেষ করে যারা ছাত্র অবস্থায় পড়াশোনা করছেন তাদের জন্য নানান ধরনের স্কলারশিপের ব্যবস্থা তিনি করেছেন এছাড়াও বিদ্যালয় কেন্দ্রিক ছাত্র-ছাত্রীদের জন্য সাইকেল প্রদান এবং মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প সুযোগ-সুবিধা দিয়ে শিশুদের থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধার মৃত্যু পর্যন্ত সময়কাল পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা দিয়ে বাঁচিয়ে রাখেন আমাদের এটা একমাত্র সম্ভব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারেন। দল ছেড়ে আসা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র নেতারা বলেন যে আমরা চাই দেশ গঠনে শামিল হবার জন্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা চাই উন্নয়নের শামিল হবো তেমনি পড়াশোনার ক্ষেত্রে সরকারের নানা বিধ প্রকল্পের সুযোগ আমরা শুধু নয় রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিতেই ছাত্র রাজনীতিতে প্রবেশ।