রাজ্য

নদীয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রাক্তন মন্ত্রী অবনীমোহন জোরদারের মৃত্যুতে শোকের ছায়া জেলাজুড়ে


নদীয়া:রাজ্যের প্রাক্তন মন্ত্রী নদীয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন পুলিশ আধিকারিক অবনীমোহন জোয়ার্দারের মৃত্যু হয়েছে। মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মন্ত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। নদীয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ২০১১ সালে এবং ২০১৬ সালে বিরোধীদের পরাজিত করে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন।কলকাতার নিজস্ব বাড়ীতে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রাতে মৃত্যু হয়েছে ওই প্রাক্তন মন্ত্রী ও বিধায়কের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ এবং কৃষ্ণনগর আমিনবাজারে ঘর ভাড়া নিয়ে রাজনীতির স্বার্থে মানুষের জন্য কাজ করে যাচ্ছিলেন তিনি।একজন দুদে  পুলিশ অফিসার হিসেবে সকলের কাছে আজ ও সুনাম রয়েছে ওই প্রাক্তন মন্ত্রীর।দুইবার কারা মন্ত্রী ছিলেন তারপর দ্বিতীয়বারের মন্ত্রী হিসাবে দেড় বছর কাজ করার সুযোগ পেয়েছিলেন তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবনী জোরদারের অসুস্থতার ব্যাপারে কারা মন্ত্রীর দায়িত্ব দেন কৃষ্ণনগরের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস কে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবনী জোয়ারদারের মৃত্যুতে নদীয়া জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে নেতাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে বিরোধীদের তরফ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে ওই প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে।একজন দক্ষ পুলিশ অফিসার হিসেবে এবং রাজনীতির প্রাক্তন মন্ত্রী হিসাবে অবনী জোরদারের কাজকর্ম ছিল যথেষ্ট দক্ষতা সম্পন্ন এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলে তরফ থেকে। তার মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া।

Related Articles

Back to top button