রাজ্য

নদীয়া জেলার কৃষ্ণনগরে এক বাচ্চার পেটে ধারালো অস্ত্র ধরিয়ে ডাকাতি দুষ্কৃতীদের, চাঞ্চল্য এলাকায়


শ্যামল রায়, নদীয়া:নদীয়া জেলার কৃষ্ণনগর রেল স্টেশন নতুন পাড়া এলাকায় এক ভয়াবহ  ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে দুষ্কৃতীরা নগদ টাকা ও সোনার গহনা মিলিয়ে মোট ১০ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। সোমবার সকালে ডাকাতির ঘটনা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে।বাড়ির মালিক অর্জুন কীর্তনীয়া জানিয়েছেন যে রবিবার রাতে প্রতিদিনকার মত রাতের খাবার খেয়ে সকলেই যে যার ঘরে ঘুমিয়ে পড়ি আমরা।অধিক রাতে দুষ্কৃতীদের একদল মুখে কালো কাপড় বেঁধে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। দুষ্কৃতীরা একটি ঘরে গিয়ে আমার ছোট বাচ্চার পেটে ধারালো অস্ত্র ধরে এবং সমস্ত জিনিসপত্র দেওয়ার জন্য নির্দেশ জারি করে দুষ্কৃতীরা। আমরা তখন বাধ্য হয়ে আলমারি চাবি এবং অন্যান্য জিনিসপত্র দেওয়া শুরু করি। নগদ টাকা ও সোনার গহনা মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার উপরে জিনিসপত্র নিয়ে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। আমরা দুষ্কৃতীদের ডাকাতির ঘটনা মানুষকে জানাতে পারেনি ওদের হাতে নানান ধরনের আগ্নেয়াস্ত্র ছিল।বাচ্চার পেটে ধারালো অস্ত্র ধরে মেরে দেওয়ার চক্রান্ত করেছিল বারবার আমরা শেষমেষ আলমারির চাবি এবং অন্যান্য সামগ্রী দিতে বাধ্য হয়। অর্থাৎ এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে লকডাউন এর কারণে আর্থিক অবস্থা খুব খারাপ মানুষ জনের তাই আগামী দিন আরও ভয়ানক ধরনের চুরি ডাকাতির ঘটনা বেড়ে যেতে পারে বলে তারা মনে করছেন। তবে পুলিশ জানিয়েছে ডাকাতির ঘটনা তদন্ত শুরু হয়েছে বিষয়টি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া জোরকদমে চলছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ।এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Related Articles

Back to top button