রাজ্য

খেজুরিতে মৎস্যজীবির জালে উদ্ধার হল একটি কুমিরের বাচ্চা,

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:-আবারো পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে মৎস্যজীবির জালে উদ্ধার হল একটি কুমিরের বাচ্চা, বনদপ্তর সূত্রে জানা গিয়েছে মৎস্যজীবীরা জাল নিয়ে মাছ ধরার সময় নদীর চরে এই কমিটি দেখতে পান মৎস্যজীবীরা,উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি 2 নম্বর ব্লকের পাচুরিয়া গ্রামের বাসিন্দারা নদীতে মাছ ধরে জীবিকা নিবারণ করেন,সেই কারণে প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দা পেশায় মৎস্যজীবীরা সমুদ্র সকালে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন,সেই সময় এই কুকুরের বাচ্চা টি চড়ে ঘুরতে দেখেন মৎস্যজীবীদের, এরপরে বন্দি করে ওই কুমিরের বাচ্চাটিকে,কুমিরের বাচ্চা ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তে উৎসাহী মানুষের ভিড় জমায় নদীর চরে,এর আগে চলতি মাসের ১২ তারিখে সমুদ্র সংলগ্ন খাড়িতে সকালে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে খেজুরি নিচককসভা গ্রামে এলাকার মৎস্যজীবী নবেন্দু দাস এর জালে উঠে এসেছিল কুমিরের বাচ্চা,এবার পশ্চিম পাঁচুড়িয়া তে মৎস্যজীবীদের হাতে ধরা পড়লো এই কুমিরের বাচ্চা, ঘটনার খবর পেয়ে বনদপ্তর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই কুমিরের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই কুমিরের বাচ্চাটিকে অন্যত্র নিয়ে গিয়ে জলাশয় ছেড়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button