MY CATAGORY
পূর্ব বর্ধমানে নতুন করে করোনা পজেটিভ আউস গ্রামের এক যুবকের দেহে
স্বপন দত্ত: – জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পূর্ব বর্ধমানের আউস গ্রাম ১ নম্বর ব্লকের উঘতা অঞ্চলের এক ১৯ বছর বয়সের যুবকের করোনা পজেটিভ।করোনা পজেটিভ আক্রান্ত এলাকা ও পাড়ার রাস্তা সিল করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন কনটেনমেন্ট জোনের ব্যাবস্থা করেছেন। গত তিন বছর ধরে ওই যুবক হেপাটাইটিস বি রোগে আক্রান্ত বীরভূমের হাসপাতালে অনেকদিন ধরেই ডাইলসিস চলছে । ১২ ই মে তার ডায়ালসিসের সঙ্গে তার লালারস কলকাতায় পটানোর পরই গত শনিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে । করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে থাকা ৪২ জনকে বর্ধমানের ক্যামরি হাসপাতালে পাঠানো হয়েছে । ওই যুবক কে বেলেঘাটা আই ডিতে ভর্তি করা হয়েছে ।।