ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট কে কেন্দ্র করে যুবকের মৃত্যু। সঠিক বিচারের আশায় আদালতে পরিবার ।
সমীর দাস
প্রায় একমাস আগে রাজেশ পোড়ে নামের ,25 বছরের এক যুবকের সকাল বেলায় তার ই ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় তার পরিবারের একজন সদস্য। তারপর স্থানীয় থানা কে খবর দিলে, পুলিশ আসে এবং পুলিশের পক্ষ থেকে যুবকের মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়।
যুবকের মৃত্যুর এই ঘটনার পর চাঞ্চল্য চরিয়েছে গোটা এলাকায়। সেদিন ঠিক কি হয়েছিল, যার কারনে রাজেশ কে এভাবেই মরতে হল। সূত্রের খবর হাওড়ার জগতবল্লভপুর থানার অন্তর্গত একব্বরপুর গ্রামের বাসিন্দা রাজেশ পোড়ে নামের ওই যুবক।বাবা শ্যামাপদ পোড়ে পেশায় তিনি একজন গাছের চারা ব্যবসায়ী ।
রাজেশ গ্রামের একজন ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন ,এমনকি গ্রামের কেউ বিপদে পড়লে তাঁদের পাশে দাঁড়াতেন এই যুবক ।মৃত্যুর ঠিক আগের দিন রাতে রাকেশ যখন বাড়িতে ছিলেন,তখন সৌরভ খাড়া ও সৌরভ ভৌমিক নামের দুইজন বন্ধু তাঁকে তাঁহার বাড়ীর থেকে একটু দূরে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যায়, সেখানে তখন অপেক্ষায় ছিল সত্যজিৎ বাগ ওঅসীম দাস নামের আরও দুইজন যুবক ।
এরপর ওই চারজন যুবক মিলে রাজেশের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধড়ক ভাবে মারতে থাকে ,এই মারের ঘটনা গ্রামের কয়েকজন দেখে যুবকের বাড়িতে খবর দেয় ।খবর পেয়ে রাজেশের কাকা ঘটনাস্থলে আসেন, এবং রাকেশ কে কেন মারা হচ্ছে জিজ্ঞাসা করলে ওই চারজন যুবক গালিগালাজ করতে থাকেন ,এরপর তারা বলেন রাজেশ তাঁর ফেসবুক একাউন্ট থেকে সোয়েতা দুবে নামের একটি মেয়ের ফেসবুক একাউন্টে অশ্লীল ছবি পোস্ট করেছে।
যদি ও রাজেশের কাকা এটি মানতে রাজী নন তিনি বলেন। রজেশ এই ছবি পোস্ট করেনি, রাজেশের মোবাইল থেকে অন্য কেউ ছবি টি পোস্ট করেছে,এমন কি রাজেশ কে যখন ওই চারজন যুবক মারছিল তখনই রাজেশ এই কথাই বোলেছিল।পরিবারের দাবি এই ঘটনার জেরে অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে রাজেশ। রাজেশের এই মৃত্যু মেনে নিতে পারেনি পরিবার ।
তাই পরিবারের পক্ষ থেকে ওই চারজন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে,থানা থেকে শুধুমাত্র দুইজন যুবকের নামে এফ- আই -আর করলে ও। বাকি দুই যুবক সৌরভ খাড়া ও সৌরভ ভৌমিক এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি প্রশাসন। এমন টাই অভিযোগ পরিবারের। জানা গিয়েছে সৌরভ ভৌমিক নামের এই যুবক একজন সিভিক ভলেনটিয়ার ,আর সেই কারনে কি প্রশাসন আড়াল করতে চাইছে ? ।
উঠে আসছে প্রশ্ন। তাই যাদের জন্য রাজেশ কে এভাবেই মরতে হলো তাদের শাস্তির দাবী নিয়ে এবং সঠিক বিচারের আশায় এবার আদালতে দারস্ত হয়েছেন রজেশের পরিবার