বার্ধক্যজনিত অসুস্থতার জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিপিআইএমের বরিষ্ঠ নেতা
সিপিঅাইএম, হেঁড়িয়া এরিয়া কমিটির অাওতাধীন টিকাশী ব্রাঞ্চ কমিটির প্রবীণ পার্টি সদস্য(১৯৭৭-২০২০) রবীন্দ্রনাথ মাইতি(৭৪) অাজ তমলুক জেলা হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।টিকাশী গ্রামের বাসিন্দা প্রয়াত স্হানীয় সমবায় সমিতির দীর্ঘ ৩০ বছর ধরে ম্যানেজার পদে অাসীন ছিলেন।
তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে কৃষক,শ্রমিক, মেহনতী মানুষের স্বার্থে অাজীবন সংগ্রাম করে জনজীবনে প্রতিষ্ঠা লাভ করেন। সমবায়সমিতি র ম্যানেজার পদের দায়িত্ব পালন করতে গিয়ে মহাজনদের বিরুদ্ধে নিরলস সংগ্রামে ব্রতী ছিলেন।
তাঁর মরদেহ তমলুক হাসপাতাল থেকে হেঁড়িয়া পার্টি অফিসে নিয়ে অাসা হয়।সেখানে তাঁর মরদেহে রক্তপতাকা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন হেঁড়িয়া এরিয়া কমিটির সম্পাদক গোকুল ঘোড়াই, হারাধন জানা,বিশ্বজিৎ দাস, অর্জুন প্রধান, শিবানী গোল, বিশ্বজিৎ গিরি,রাসবিহারী মাইতি, কালীপদ ধাড়া প্রমুখ নেতৃবৃন্দ।
সিপিঅাইএম রাজ্য নেতা হিমাংশু দাস, যাদবেন্দ্র সাহু, মামুদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ প্রবীণ সিপিঅাইএম নেতা র প্রয়াণে শোকজ্ঞাপন করেন ও পরিবারবর্গ কে সমবেদনা জানান।তিনি স্ত্রী,এক পুত্র ও কন্যা সহ অগণিত অাত্মীয়স্বজন ও গুণমুগ্ধ সহযোগী দের রেখে গেলেন। প্রয়াত নেতার টিকাশী র গ্রাম্য শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।