জেলা

ধর্ষণের প্রতিবাদে খেজুরি জুড়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল

আজ খেজুরির কুঞ্জ পুর ও হেঁড়িয়া তে মহিলা, ছাত্র, যুব ,শ্রমিক ,কৃষক,খেত মজুর সহ সমস্ত গণ সংগঠনগুলি যৌথভাবে খেজুরির এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে মিছিল সংঘটিত করে। গত ২৮শে অক্টোবর বোগা গ্রামে এক মুখ ও বধির গৃহবধূকে বিজেপির দুষ্কৃতকারীর ধর্ষণের প্রতিবাদে খেজুরি জুড়ে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংঘটিত হলো ।

কুঞ্জ পুরের মিছিলে মহিলানেত্রী সাগরিকা দোলাই, যুব নেতা অশনি পাত্র, শেখ মহরম, ছাত্র নেতা শেখ জাকির শৈকত জানা ,রত্নেশ্বর দোলাই, মৃন্ময় মাইতি প্রমূখ নেতৃত্বগন মিছিলে নেতৃত্ব দেন এবং হেরিয়ার ধিক্কার মিছিলে মহিলানেত্রী গৌরী জানা, আমিনা খাতুন, সাগরিকা দোলাই, অতনু রায়,শেখ শাকিল, ছাত্রনেতা শেখ মান্নান, অতুল্য উকিল,গোকুল ঘোড়াই, বিশ্বজিৎ দাস, রাম কুমার মাইতি, সমীরেন্দ্র নাথ কলা, প্রমুখ নেতৃত্ব গন উপস্থিত ছিলেন ।

বিজেপির ওই দুষ্কৃতিকারী এখন জেল হেফাজতে কিন্তু ধর্ষিতার পরিবারের উপর বিভিন্ন দিক দিয়ে চাপ সৃষ্টি করে বয়ান বদলানোর চেষ্টা করছে ।এই ঘটনার তীব্র নিন্দা করে খেজুরির মানুষ আজকে তারা রাস্তায় নেমেছে। আগামী দিনে আরো আন্দোলন চালিয়ে যাওয়ার আওহান জানিয়েছেন । দুষ্কৃতকারীর যথাযোগ্য শাস্তির দাবি করেছেন নেতৃত্ব গন।

Related Articles

Back to top button