জেলা
বঞ্চনার শিকার ইন্দাসের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা দাবি পিচ রোডের
সংবাদ দাতা -বাঁকুড়া জেলার পূর্ব সীমান্তের ইন্দাস ব্লকের অন্যতম পূর্ব বর্ধমান জেলা সংযোগকারী ডিস্ট্রিক্ট বোর্ডের এই রাস্তাটি দেশ স্বাধীন হবার পরেও বঞ্চিত হয়ে চলেছে। ইন্দাস রেল স্টেশন থেকে উত্তর দিকে প্রসারিত ফাটিকা,চিচিঙ্গা গ্রামের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে রোল চৌধুরী মুহাম্মাদ তৈয়ব ইনস্টিটিউশন(উ:মা:) স্কুলের দক্ষিণ পাশ দিয়ে বিস্তৃত হয়ে বর্ধমান জেলায় সংযুক্ত হয়েছে।ইন্দাস রেল স্টেশন থেকে রোল স্কুল পর্যন্ত ঐ রাস্তার অংশ প্রধানমন্ত্রী সড়ক যোজনায় পিচ রাস্তা হলেও বঞ্চনার শিকার স্কুলের পাশ দিয়ে যাওয়া রাস্তার বাকি অংশ,যে অংশ টুকু (এক কি মি এর কিছু বেশি) পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের দাশপুকুর গ্রামের পশ্চিম দিকে ঐ রাস্তারই অংশে মিশেছে। রোল গ্রামের- বাগান,লক্ষণ,কাজী,মুচি,বাগ্দি,ডোম ও পূর্ব পাড়ার মধ্যে দিয়েই বিস্তৃত ঐ রাস্তাটিই কংগ্রেস আমল থেকে শুরু করে আজ পর্যন্ত চরম বঞ্চনার শিকার।সংস্কারের জন্য কখনও মাটি,ইট ভাঙা এবং মোরাম দিয়ে দায়সারাভাবে কাজ করা হয়।এখন ইট ভাঙা দিয়ে খানা খন্দ ও ডোবা বোঝানো হচ্ছে।যখন স্বাধীনতার পূর্বোত্তরকালের সময় থেকে অর্থাৎ বি ডি আর ট্রেন চলাচলের সমকাল থেকে এই রাস্তাটি উত্তমরূপে সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।অদ্যাবধি সেই প্রস্তাবিত সিদ্ধান্তটির কাজের কাজ কিছুই হয় নাই।
উল্লেখ্য যে, রাস্তার যে অংশ বঞ্চিত অর্থাৎ পিচ রোড হয় নাই, তার দুই পাশের বাসিন্দারা সকলেই মুসলিম ও তপশীল সম্প্রদায়ের মানুষ।রাস্তার গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দাশপুকুর গ্রামের পশ্চিম দিকে বিস্তৃত রাস্তাটি বাঁকুড়া বর্ধমান রোডের লোদনা মোড়ে মিলিত হওয়ায় সরাসরি বর্ধমান, আরামবাগ(পূর্ব দিকে) এবং বাঁকুড়া,দূর্গাপুর (পশ্চিমে) সংযুক্ত হয়ে যাবে।উল্লেখ্য যে, রাস্তাটি ৩০,৩৫, কোথাও আবার ৪০ কি,মি পর্যন্ত চওড়া।
বর্ধমানের লোদনা,বারিশালি সামাডাঙা,বামুনারি,দুবরাজহাট ও বেরুগ্রাম ইত্যাদি এলাকার মানুষ উপকৃত হবে।ঐ রাস্তা দিয়ে সাধারণ মানুষ,ব্যবসায়ী, দুগ্ধ ও দুগ্ধজাত ব্যবসায়ী,ছাত্র ছাত্রীদের যাতায়াত উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।ইন্দাস এ কলেজ,রোল উচ্চ মাধ্যমিক স্কুল,ওষুধের দোকান, ব্যবসায়ী কেন্দ্র,ব্যাঙ্ক পরিষেবা ও পোস্ট অফিস ইত্যাদি থাকায় গুরুত্ব বেড়েই চলেছে।এলাকাবাসীদের মধ্যে সেখ সাহাজুল,খোকন,আলী হামজা,শুয়াইব আসলাম,নির্মল,সুভাষ প্রমুখেরা জানায় যে,পঞ্চায়েত,ব্লক ও জেলা প্রশাসনের ও সরকারের নিকট আবেদন করা হয়েছে,মিলেছে আশ্বাস,বাস্তবায়িত হয়নি।
ইন্দাস ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সুত্রে জানা গেছে যে,সত্বর কাজ শুরু হবে।যথারীতি ব্যবস্থা গ্রহণের জন্য অবস্থান নেওয়া হয়েছে।