নরেন্দ্রপুর থানা এলাকায় পুলিশের তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ টাকা।।
দীর্ঘ আট মাস করোনাভাইরাস এর ফলে লকডাউন, লকডাউন পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থায় বিপর্যয় চলে গেছে। দিন আনা দিন খাওয়া মানুষদের মাথায় হাত বড়লোকদের কপালে চিন্তার ভাঁজ। তবু বিরামহীন তাঁর পথচলা, সে তাঁর আপনগতিতে মানুষকে নিজের মারন তিরে বদ্ধ করে চলেছে। যাঁর ফলে স্তব্ধ হয়ে যাওয়া মানুষের স্বাভাবিক গতি আবার নতুন করে এগিয়ে নিয়ে চলেছে তবে তা সামাজিক বিধি নিষেধ মান্য করে। হাজার হাজার টাকার স্বপ্ন মানুষকে ভুলে গেছে আর লক্ষ টাকা দূরের কথা। ঠিকভাবে কাজ বাজ নেই, রুটি-রোজগারের জায়গায় একমাত্র ভরসা সঞ্চয় করা অর্থ।এরপরে এত টাকা একসঙ্গে এল কিভাবে এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ প্রশাসন। কয়েক লক্ষ টাকা উদ্ধার করল বারইপুর জেলা পুলিশ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার পাঁচপোতা। পুলিশ পাঁচপোতা থেকে থেকে উদ্ধার বিপুল পরিমান টাকা। মোট ২৮ লক্ষ টাকা উদ্ধার। দুটি ব্যাগে রাখা হয়েছিল এই টাকা। ঘটনায় সন্দেহজনক ভাবে গ্রেফতার দুই মহিলাসহ এক যুবক। ঘটনায় মুল অভিযুক্ত অমিত দাস পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অমিত এলাকার সমাজবিরোধীদের সাথে যুক্ত বলে জানা গিয়েছে। এই টাকা কোনও ক্রাইম করার জন্যই রাখা হয়েছিল বলে মনে করছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হবে।