অর্থোপেডিক সার্জেন্ট চিকিৎসক ডাঃ দেবাশীষ সামন্ত করোনা সংক্রমণে মারা গেলেন।
প্রদীপ কুমার মাইতি:২০১৯ এ কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির প্রার্থী দেবাশীষ সামন্ত ১ লক্ষ ১১ হাজার ৫৬৮ টি ভোটে পরাজিত হয়েছিলেন দেবাশীষবাবু। সেই বিজেপি নেতা ডাঃ দেবাশীষ সামন্ত কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। যে কারনে গত একমাস ধরে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ৭:১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পূর্ব মেদিনীপুরে শোকপ্রকাশ করে বিজেপি। তবে চিকিৎসক হয়ে তিনি বহু মানুষকে সুস্থ্য করে করেছেন, এমনকি বহু মানুষকে বিনা মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া চিকিৎসকের এইভাবে সমাজের মাঝখান থেকে হারিয়ে যাওয়াটা যেন চিকিৎসা জগতে অপুনশীল ক্ষতি হল। একজন চিকিৎসক ও সমাজ সেবককে হারিয়ে বহু মানুষ মর্মাহত। শোকাহত তাঁর পরিবার, এমনকি চিকিৎসা ক্ষেত্রে তাঁর কাছে সুস্থ হওয়া মানুষজন তাঁর আত্মার শান্তি কামনা করে চলেছেন।