গ্রামের পাতায়

জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বেনাচাকরী কাঠপুলটি

বছরখানেক ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের এগরা ১নং ব্লকের বেনাচাকরী গ্রামের একমাত্র পারাপারের কাঠপুলটি। খালের ওপর অবস্থিত কাঠপুলটি বেশকয়েকটি গ্রামের সংযোগস্থল। বহু মানুষজন, হেঁটে পারাপার করার সাথে সাইকেল, মোটরসাইকেল নিয়েও পারাপার হয়। কিন্তু বহুদিন ধরে জরাজীর্ণ ভগ্নঅবস্থায় থাকার কারনে আতঙ্কের সাথে পারাপার করতে হয় স্থানীয় মানুষজনদের। কাঠের তৈরি এই পুল ভেঙে যাওয়ার পর স্থানীয় এলাকাবাসিরা বাঁশ দিয়ে কিছুটা মেরামত করে। কিন্তু ভারী যানবাহন যাতায়াতের ফলে পুলটির বিভিন্ন জায়গায় ভাঙতে থাক। মোরাম রাস্তার সাথে সংযোগ এই পুলটি শক্তপোক্ত থাকলেও বিভিন্ন জায়গায় ভগ্নদশা আশঙ্কায় ফেলেছে এলাকাবাসিকে। সে মোতাবেক একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এগরার বেনাচাকরী গ্রামের মানুষজনদের। স্থানীয় প্রশাসনের কানে সম্প্রসারনের কথা বার বার তুলেও কোনো লাভ হয়নি বলে জানায় গ্রামবাসীরা।

Related Articles

Back to top button