স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে প্রবীণ দিবস
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর:- ১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব প্রবীণ দিবস, ১৯৯০ সাল থেকেই বিশ্ব প্রবীণ দিবস হিসেবে পালন করা হয়, মূলত গোটা দেশ থেকে শুরু করে ভোটাররা দিচ্ছে মাঝে মধ্যেই বৃদ্ধ বাবা-মা ও পরিবার পরিজনের নানান বিতাড়িত হওয়ার ঘটনা বহুবার আমাদের সামনে এসেছে, এবার সেই একাকী ও নিরাপত্তাহীনতা দূর করার লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠী হিসেবে সকল বৃদ্ধ-বৃদ্ধাদের একত্রিত করে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে এই বৃদ্ধ বৃদ্ধাদের এতে এক দিকে যেমন নিজের একা থাকার জ্বালা থেকে শুরু করে কিছু উপার্জন করার রাস্তা পেয়েছেন বৃদ্ধ-বৃদ্ধারা, জানা গিয়েছে ২০১৪ সাল থেকে এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য প্রথম স্বনির্ভর গোষ্ঠী চালু হয়েছে তবে ধীরে ধীরে বাড়তে বাড়তে আজ পাঁচ শতাধিকে পা দিয়েছে এই স্বনির্ভর গোষ্ঠী, তাছাড়াও তারা একত্রিত হয়ে নিজেদের মনের কথা যখন কারো সঙ্গে আলোচনা করতে পারে তাতে অনেক তাই স্বস্তি পাবে মনের দিক দিয়ে, সেই ভাবনা কে কাজে লাগিয়ে বিশ্ব প্রবীণ দিবস দিনটি পালন করা হয়, গান, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয় তবে এই বছর মহামারি ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে প্রবীণ দিবস পালন, এছাড়াও এলাকার নিউ জেনারেশন অর্থাৎ যুব সমাজকে একটা বার্তা দেয়া হচ্ছে আগামী দিনে সেই যুব সমাজ প্রবীণ সমাজে পরিণত হবে সেই দিনটা ভেবে আজকের প্রবীণ সমাজকে যাতে বিতাড়িত না করা হয় তাদেরকে যথাযোগ্য সম্মান দেয়া হয় সেই বার্তা পৌঁছানোর লক্ষ্যে এই উদ্যোগ, এই দিন এই বিশ্ব প্রবীণ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোলাঘাট BDO মদন মন্ডল, কোলাঘাট বীট হাউস আইসি সমর মিশ্র সহ-একাধিক স্বাস্থ্য কর্মী, এইদিন বক্তব্য রাখতে গিয়ে BDO মদন মন্ডল বলেন এটা খুব ভাল উদ্যোগ আগামী দিনে আমাদেরও বয়স ধীরে ধীরে ধীরে চলতে চলতে অব শেষে বৃদ্ধি পরিণত হবো, সেই কথা মাথায় রেখে আমরা যাতে এলাকার বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে সমস্ত বয়স্ক মানুষদের যথাযোগ্য সম্মান দিতে পারি এবং সেই বার্তাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারি তাহলে আগামী দিনে পৃথিবী আবার নতুন আলোয় আলোকিত হবে।