পূর্ব মেদিনীপুরের রামনগরে বিজেপির কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসুচী।
প্রদীপ কুমার মাইতি:লোকসভায় কৃষি আইন পাস হওয়ায় সারা রাজ্য জুড়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে, অন্যদিকে কৃষি আইনের সমর্থনে “কৃষক সুরক্ষা পদযাত্রা” কর্মসূচির মাধ্যমে কৃষি আইনের সমর্থনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই আইন কে সমর্থন করছে রাজ্য বিজেপি, শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি পার্টির সাংগঠনিক জেলার বিজেপির পক্ষ থেকে পদযাত্রা ও পথ সভার মাধ্যমে কৃষক আইনের সমর্থনে মিছিল ও পথসভা করল বিজেপি নেতৃত্ব,এই দিন এই মিছিলে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, এইদিন গোটা এলাকা মিছিল পরিক্রমা করে অবশেষে পথসভার মাধ্যমেই কর্মসূচি শেষ করা হয়, এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার প্রাক্তন বিজেপি সভাপতি তপন মাইতি সহ একাধিক বিজেপি নেতৃত্ব। অন্যদিকে শাসকদল কৃষি আইন এর বিরুদ্ধে প্রতিবাদে সরব তাই জেলায় জেলায় কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। তাঁর পাল্টা কৃষিবিলের সমর্থনে পথে বিজেপির একাধিক নেতৃত্বরা। যার ফলে কৃষি বিল নিয়ে রাজনৈতিক তরজা একপ্রকার তুঙ্গে । সে কারনে রাজ্য বিজেপি বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে পথে নামে। কেন্দ্রের কৃষি আইন ব্যবস্থা কৃষক বা চাষিদের সুবিদার্থে লাগু করা হয়, কিন্ত তা অনৈতিক বলে বার বার কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় রাজ্য সরকার। তাই মানুষকে কৃষি আইন বিষয়ক সঠিক ধারণা প্রেরণ করতে পথে নামে বিজেপি। সে ক্ষেত্রে শুক্রবার রামনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য রামনগরে “কৃষক সুরক্ষা পদযাত্রা” হয় বিজেপির।