পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্লক ও মহকুমা অফিসে বিক্ষোভ
কৃষকস্বার্থ বিরোধী কেন্দ্রের কৃষি আইন ও শ্রমিকস্বার্থ বিরোধী শ্রম আইন( সংশোধনী) বাতিল, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিরোধে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য আইন কার্যকর করে কালোবাজারি/ মজুতদারদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রভৃতি ১১ দফা দাবি সহ ব্লক এলাকার উন্নয়নের বিভিন্ন দাবিতে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ,কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, ময়না, পটাশপুর, এগরা, ভগবানপুর সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সমস্ত বি ডি ও/এস ডি ও অফিসে বিক্ষোভ কর্মসূচি হয়। অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম হল-
রেল- কয়লা- ব্যাংক-বীমা- প্রতিরক্ষা সহ সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণ রোধ,
জাতীয় শিক্ষানীতি- ২০২০ বাতিল,
বিদ্যুৎ আইন ২০০৩ (সংশোধনী ২০২০) বাতিল,পরিযায়ী শ্রমিকদের কাজ অথবা ভাতার বন্দোবস্ত, কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নতি ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা, মদ ও মাদকদ্রব্যের প্রসার বন্ধ প্রভৃতি।
কোলাঘাট ব্লকের কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ন চন্দ্র নায়ক, মধুসূদন বেরা, বিশ্বরূপ অধিকারী,শঙ্কর মালাকার প্রমুখ।
পাঁশকুড়া ব্লকের কর্মসূচিতে নেতৃত্ব দেন, সুনীল জানা, আব্দুল মাসুদ, জন্মেঞ্জয় মান্না, সমরেন্দ্রনাথ মাজী প্রমূখ।দলের জেলা কমিটির সম্পাদিকা অনুরূপা দাস এক বিবৃতিতে বলেন, করোণা অতিমারী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার একে একে বিভিন্ন জনস্বার্থবিরোধী নীতি গ্রহণ করে জনজীবনকে এক অসহায় অবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। তাই বাধ্য হয়েই এর বিরুদ্ধে আজ জেলাজুড়ে আমরা এই বিক্ষোভ কর্মসূচি রূপায়নের মাধ্যমে বি ডি ও /এস ডি ও’দের স্মারকলিপি দেওয়া হয়েছে।