পাঁশকুড়া ১ নং অঞ্চলের নস্করদিঘীতে নতুন রাস্তার উদ্বোধন করেন ব্লক আধিকারিক
বাউল সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে রাস্তার উদ্ঘাটন করে ব্লক আধিকারিক। পশ্চিমবঙ্গ সরকারের ১২০০০ কিলোমিটার পথর্শী অভিযানের শুভারম্ভ করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, সেই মোতাবেক শুক্রবার পাঁশকুড়া ১ নং অঞ্চলের নস্করদিঘী কংসাবতী নদী বাঁধ থেকে পাঁচু জানার বাড়ি পর্যন্ত দীর্ঘ ঢালাই রাস্তা তৈরির জন্য ব্লক থেকে ৯ লক্ষ্য টাকা বরাদ্দ হয়। শুক্রবার সকালে পাঁশকুড়া ব্লক আধিকারিক ধেনদুপ ভুটিয়া সহ পাঁশকুড়া ১ নং অঞ্চলের প্রধান কমলা সন্নিগ্রাহী সহ একাধিক প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনদুপ ভুটিয়া নারকেল ফাটিয়ে, ফিতা কেটে নতুন রাস্তার উদ্বোধন করেন। নতুন রাস্তার উদ্বোধনে এসে ব্লক আধিকারিক ব্লকের বিভিন্ন এলাকার রাস্তা তৈরির পাশাপাশি এই রাস্তা তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। দীর্ঘ কয়েক বছর ধরে নস্করদিঘীর এই ক্যালভার্ট যুক্ত মোরাম রাস্তা বরাবরই বর্ষার সময় কংসাবতী নদীর জলের তলায় ডুবে বেহাল হয়ে পড়ে, বহু মানুষজন রীতিমত সমস্যায় পড়ে ওই রাস্তার বেহাল অবস্থার কারনে। আজ পথশ্রী অভিযান প্রকল্পের আওতায় পড়ে নতুন ঢালাই রাস্তার কাজ শুরু হতে চলেছে, সে কারনে এলাকার প্রত্যেকটা মানুষজন খুশি হয়ে এই উদ্বোধনে অংশ নেয়।