খাঁটুরা চিত্তপট-এর ভার্চুয়াল সেমিনার
আশিস কুমার ঘোষ:করোনা পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় থেকেও প্রযুক্তিকে ব্যবহার খাঁটুরা চিত্তপট আয়োজন করেছিল ভার্চুয়াল থিয়েটার সেমিনার। সেমিনারের বিষয় ছিল থিয়েটার ইন এডুকেশন। আলোচক ছিলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনী অমিত ব্যানার্জি। ১৯৬৫ সালে ইংল্যান্ডের গর্ডন ভ্যালিন্স নামে এক ভূগোল শিক্ষক শিক্ষাদান কালে উপলব্ধি করেন যে শুধুমাত্র বক্তৃতার মাধ্যমে শিক্ষাদান না করে যদি খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া হয় তা শিক্ষার্থীগণের কাছে গ্রহণযোগ্য ও আনন্দের হয়ে উঠবে। তাঁর এই উপলব্ধি থেকেই থিয়েটার ইন এডুকেশনের উৎপত্তি। গর্ডন-এর এই পদ্ধতি বেলগ্রেড কম্পানির কাছে গ্রহণীয় মনে হয় এবং তারাই এই পদ্ধতির প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে। থিয়েটার ইন এডুকেশনের মাধ্যমে শিক্ষাদান অনেক মনোগ্রাহী হয়। বর্তমানে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে থিয়েটার ইন এডুকেশনের আলাদা বিভাগ আছে। শ্রী ব্যানার্জি মনে করেন থিয়েটার ইন এডুকেশন পুরোপুরি যেদিন শিক্ষা ব্যবস্থায় আনতে পারবে সেদিন শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্তপট-এর অভিনেতা ও নির্দেশক শুভাশিস রায়চৌধুরী।