জেলা
ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিধায়কের গুরুপদ মেটের. অকাল প্রয়াণে স্মরন সভা ।
নিজস্ব সংবাদদাতা ,ইন্দাস, বঁাকুৃড়া জেলার ইন্দাস বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক গুরুপদ মেটের অকাল মৃত্যুতে ব্লক তৃণমূল অফিসে শেোক সভার আয়োজন করা হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি অচিতা বিদ ,ব্লক সভাপতি সেখ হামিদ, নাসের মোল্লা,রবীউল হোসেন, হবিবুর রহমান সহ বিভিন্ন এলাকায় মানুষ।শেোকসভার পর একটি মৌন মিছিল বের করা হয়।এলাকার বাসিন্দাদের মন খারাপ বিধায়কের অকাল মৃত্যুতে।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন হাজার খানেক জনতা।এলাকার বাসিন্দাদের মন খারাপ বিধায়কের অকাল মৃত্যুতে। উক্ত সভায় উপস্থিত ছিলেন হাজার খানেক জনতা।