জেলা

বৃষ্টিতে জলমগ্ন কাঁথি শহর

রাত থেকে অঝোরে বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুরের কাঁথির দারুয়া হাসপাতাল রোড জলমগ্ন। সাধারণ মানুষ, পড়ুয়া, রোগী ও মহিলাদের দুর্ভোগের শেষ নেই। দারুয়া কপালকুণ্ডলার কাছে কোথাও কোমর সমান অাবার কোথাও হাঁটু সমান জল। অটো,টোটো,রিক্সা,সাইকেল, মোটরসাইকেল সবই জলে ডুবে একাকার।শুধু দারুয়া হাসপাতাল রোড যে জলমগ্ন হয়েছে তা নয় দারুয়া হাসপাতাল থেকে দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের ভবানী মোড় পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তা খানাখন্দ পূর্ণ হয়ে জলাশয়ের রূপ নিয়েছে। সাধারণ মানুষ তথা রোগী দের প্রাণান্ত অবস্থা। পথসাথী অভিযানে রাস্তা মেরামতী র প্রচারের ঢক্কানিনাদ করতে শাসক দল ব্যস্ত।সেতু,যোগাযোগ ব্যবস্হা,রাস্তাঘাট, চিকিৎসা পরিষেবা, অর্থনৈতিক কাঠামো বিপর্যস্ত। কাঁথিতে মেডিক্যাল কলেজ, মহিলা কলেজ, ডিগ্রি ইন্জিনিয়ারিং কলেজ, দেশপ্রাণ বিশ্ববিদ্যালয়, অাইন কলেজ, কাঁথি জেলা গঠন সবই অধরা।দারুয়া হাসপাতাল যাওয়ার রাস্তা র জলনিষ্কাশন ও যাতায়াতের রাস্তার অাধুনিকীকরনের স্বপ্ন অধরাই থেকে গেছে। কাঁথি মহকুমা হাসপাতালে যাওয়ার রাস্তার অাধুনিকীকরন ও জলনিষ্কাশন ব্যবস্হা গড়ে তোলা র দাবীতে জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন দারুয়া হাসপাতাল থেকে দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের ভবানী মোড় পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তার দফারফা অবস্থা রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ অাশু জরুরী। দারুয়া হাসপাতালের শেড মেরামতী সহ অাইসিইউ ও অাধুনিকীকরনের দাবীতে কাঁথি পিপলস ফোরাম দফায় দফায় অান্দোলন ও ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করেছে। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন কাঁথির প্রতি সীমাহীন বঞ্চনার প্রতিবাদে অান্দোলন ও সংগ্রাম সুতীব্র করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button