জেলা

রাস্তা যেন মরনফাঁদ দীর্ঘ কয়েক বছর ধরে মেরামত না হওয়ার ফলে যেমন রাস্তা তেমনই বেহাল রইল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ১ নং অঞ্চলের নস্করদিঘীতে

সাইকেল থেকে শুরু করে বাইক, মারুতি, মেশিনভ্যান,টোটো নিত্যদিনে যাতায়াতের ফলে ব্যস্ততম মোরাম রাস্তাটি যেন মরনফাঁদে পরিণত হয়েছে। তবু মেরামতের বালাই নেই। দীর্ঘ রাস্তার যেখানে সেখানে খানাখন্দ সৃষ্টি হওয়ার ফলে কার্যত বারে বারে বিপাকে পড়তে হয় পথচারীদের। সাইকেল আরোহিরা কখনও কখনও রাতের অন্ধকারে বুঝতে না পেরে মরনফাঁদ গাড্ডার মাঝে পড়ে যাচ্ছেন, কখনও ফুল ব্যবসায়ীদের ফুল বোঝাই বাইক আটকে পড়ছে জলভর্তি গর্তে। বর্ষা নামলে রাস্তা থাকেনা, রাস্তা যেন হাঁটুজল ভর্তি পুকুরের রূপ ধারণ করে। বছরের পর বছর এমন চিত্র দেখতে হয় এলাকাবাসিদের। পাঁশকুড়ার নস্করদিঘী বাজার থেকে শিমুলহান্ডা পর্যন্ত দীর্ঘ রাস্তাটির এমনই বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ বড় বড় মেশিনভ্যান, মারুতি খারাপ রাস্তার ওপর দিয়ে যাতায়াতের ফলে রাস্তাটি চলাফেরার ক্ষেত্রে আরও অযোগ্য হয়ে ওঠে। জানা সত্ত্বেও দ্রুত সম্প্রসারনের ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন। এক সাইকেল আরোহী মোহন দাস বলেন রাতের অন্ধকারে কাজ থেকে বাড়ি ফিরতে হয়, একদিন বাড়ি ফেরার পথে একটা মোটরবাইককে পাশ দিতে গিয়ে ওই গর্তে উল্টে পড়ে সে। এছাড়াও সাইকেল আরোহী লক্ষ্মন মান্না সহ বেশ কয়েকজনকে এমনই মরনফাঁদ পাতা বিপদের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। মেশিনভ্যানের চালকরা কিছু ব্যাটস, স্টোনচিপস দিয়ে সাময়িক সম্প্রসারণ করলে, ঘুরেফিরে একই রূপ ধারণ করে আরও বেহাল হয়ে পড়ে রাস্তাটি। তাঁদের অভিযোগ ব্যবসার জন্য তাঁদের গাড়ি নিয়ে এলাকার মধ্যে যেতে হয়, তবে রাস্তা খারাপের জন্য খুব সমস্যায় পড়তে হয়েছে বার বার।স্থানীয় এলাকাবাসিরা বেহাল রাস্তায় মেশিনভ্যান ঢুকতে বাধা দেয়, যাঁর ফলে ওই রাস্তায় গাড়ি চালানো বন্ধ করতে বাধ্য হয় ওই মেশিনভ্যান চালকরা। তবে ব্যস্ততম রাস্তাটি সিপিএমের আমল থেকে মোরাম পড়ে আসছিল তবে বর্তমান তৃণমূলের আমলে নিম্ম মানের কাদা মোরাম ফেলা হয়, যাঁর ফলে একই রূপ ধারণ করে রাস্তাটি। তবে বর্তমান সরকারের অনুমোদিত ঢালাই রাস্তা হওয়ার কথা থাকলেও , সংশনের দুবছর অতিবাহিত হয়ে গেলেও রাস্তাটির ঢালাই হওয়ার নামগন্ধ নেই। স্থানীয় গ্রাম প্রধান কমলা সন্নিগ্রাহী জানায় রাস্তাটি জেলা আধিকারিক এবং এইচ. ডি.ও এর দায়িত্বে রয়েছে, পুজোর পরেই রাস্তার কাজ শুরু হবে।দীর্ঘ চল্লিশ বছর ধরে রীতিমত ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জনবহুল বেশ কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয় ওই পথ দিয়ে, তাই দ্রুত সম্প্রসারনের দাবি রাখছে এলাকাবাসী। এই রাস্তাটি নিয়ে বিজেপি বুথ সভাপতি মানস চক্রবর্তী জানায় সিপিএমের সময় থেকে আজ অবধি দীর্ঘ সময় কেটে গেলেও রাস্তাটির সম্প্রসারনের নাম নেই, আগামীদিনে পুজোর মধ্যে যদি সম্প্রসারনের কাজ শুরু না হয় তবে বিজেপি পথে নেমে প্রতিবাদ করে আন্দোলন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button