পাথরপ্রতিমা থানার গঞ্জের বাজার এলাকায় মোটরসাইকেল এবং ইঞ্জিনের দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালকের।
পার্থ কুশারী —আজ পাথরপ্রতিমা থানার গঞ্জের বাজার এলাকায় রাস্তার বাঁক দুপুর দুটো নাগাদ মোটরসাইকেলের সঙ্গে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো গুরুপদ বেরা নামে 38 বছরের এক যুবকের। বাড়ি পাথরপ্রতিমা থানার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় হাসপাতাল মোড় এর দিক দিয়ে মোটরসাইকেল নিয়ে দেবিচক বাড়িতে যাচ্ছিল গুরুপদ অন্যদিক রামগঙ্গা থেকে একটি ইঞ্জিনভ্যান হাসপাতাল মোড়র দিকে আসছিল। হঠাৎ বাকের মুখে মোটরসাইকেল চালক এবং ইঞ্জিন ভ্যান চালক সামনাসামনি হয়ে যায় ইঞ্জিন ভ্যানে লেগে পড়ে মোটরসাইকেল চালক গুরুপদ। ভ্যানটি সেখানে উল্টে যায়। এলাকার লোকজন দৌড়ে এসে গুরুপদোর মুখে জল দিলে ঘটনা ক্ষেত্রেই তার মৃত্যু হয় বলে জানা যায়। খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানা পাথরপ্রতিমা থানার পুলিশের উদ্যোগে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কাকদ্বীপ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে ঢোলাহাট থানার পুলিশ।
মৃতের ভাই জানান তিন সন্তানের জনক দাদা বাউল গান করে সংসার চালায় বর্তমানে রোজগারের কেউ আর থাকলো না।